Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে আজ রবিবার সকাল ১১টার দিকে পৌরসভার অভ্যন্তরে জনবহুল এলাকায় একটি অটো সিএনজিকে ব্যারিকেড দিয়ে সিএনজি ফিলিং ষ্টেশনের ম্যানেজারকে পায়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে বীর দর্পে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ(ডিবি), র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ছিনতাইয়ে কবলিত ভুক্তভোগী জানায়,আজ রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজি ফিলিং ষ্টেশনের ম্যানেজার আবুল হোসেন ও একই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাজির হোসেনসহ ফিলিং স্টেশন থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে লেগুনা পরিবহনে ধামরাইয়ের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে নামেন। টাকাগুলো ধামরাই বাজারের আইএফআইসি ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। ঢুলিভিটা থেকে একটি অটো সিএনজিতে উঠে তিনজন মহিলা ও দুইজন পুরুষসহ তারা দুই জনে ধামরাই বাজারে আসার সময় ঢুলিভিটা ধামরাই বাজার সড়কের লাকুরিয়াপাড়াস্থ আবদুস সোবহান মডেল হাই স্কুলের পূর্ব পাশের স্পীড ব্রেকার উপর দুটি মটর সাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে প্রথমে আবুল হোসেনে বাম পায়ে গুলি করে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে মহল্লাবাসী এগিয়ে গিয়ে আহতাবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি পাল সিএনজি ফিলিং ষ্টেশনে প্রায় ৬ বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। আর নাজির হোসেন একই প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সাত বছর যাবত কর্মরত।
নাজির হোসেন জানান,কিছু বোঝে উঠার আগেই দুটি মোটর সাইকেলে ছয়জন যুবক এসে তাদের বহনকৃত অটো সিএনজি ব্যারিকেড দিয়েই গুলি চালিয়ে টাকাগুলো লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি জানান,আবুল হোসেনের পায়ে গুলি বের করা হয়েছে। তিনি বর্তমানে এনাম মেডিকেলে আশঙ্কামুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ