Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইপি সম্মাননা পেলেন ওমান প্রবাসী ইলিয়াছ মিয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে (সিআইপি) সম্মাননা পেয়েছেন মো. ইলিয়াছ মিয়া। এ ক্যাটাগরিতে সারা বিশ্বে ৪২ জনের মধ্যে তিনি একজন। গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে এ সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. ইলিয়াছ মিয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ওমান প্রবাসী। বহু বছর ধরে পরিবার নিয়ে ওমানে বসবাস করছেন এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি সফল ব্যবসায়ী হিসেবে বৈধভাবে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে সুনাম অর্জন করায় সরকার তাকে সিআইপি নির্বাচিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ