বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আমীর হামজা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমীর হামজা গুনাইহাটী গ্রামের রান্টু মিয়ার ছেলে। সে মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জানান, রোববার দুপুরে আমীর হামজা বনপাড়া বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে মোটর সাইকেলে বাড়ী ফিরছিল। পথে গুনাইহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।