প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ ‘মরদানি টু’
২ পতি পত্মী অওর উও
৩ পানিপথ
৪ দ্য বডি
৫ কমান্ডো থ্রি
দ্য বডি
জিতু জোসেফ পরিচালিত হরর থ্রিলার।
মায়া ভার্মা (সোভিতা ধুলিপালা) সফল এক ব্যবসায়ী। এক ধনবান পরিবারে সন্তান সে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। স্বল্প আয়ের শিক্ষক অজয় পুরির সঙ্গে তার রোমান্স আর বিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল, কিন্তু এর পর সন্দেহজনক পরিস্থিতিতে তার মৃত্যু হলে সবার আলোচনার বিষয়ে পরিণত হয় মায়া। এরপর তার লাশ মর্গ থেকে চুরি গেলে রহস্য আরও দানা বেঁধে ওঠে। এসপি জয়রাজ রাওয়ালকে কেসটি মীমাংসা করার দায়িত্ব দেয়া হয়। অজয়কে দেখলে সবার কাছে ঠিক বিপতœীক বলে মনে হয় না, তাতে সবার সন্দেহের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।