Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১ জুমানজি : দ্য নেক্সট লেভেল
২ ফ্রোজেন টু
৩ নাইভস আউট
৪ ফোর্ড ভার্সেস ফেরারি
৫ বø্যাক ক্রিসমাস

বø্যাক ক্রিসমাস
১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের ফিল্মের রিমেক সোফিয়া টাকাল পরিচালিত হরর ফিল্ম ‘বø্যাক ক্রিসমাস’। ‘গ্রিন’ (২০১১) এবং অলওয়েজ শাইন’ (২০১৬) টাকাল পরিচালিত ফিল্ম। বড়দিন আসছে, হথর্ন কলেজের শিক্ষার্থীরা ছুটির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় মেয়েদের হস্টেলের হেলেনা (ম্যাডেলিন অ্যাডামস) গুম হয়ে যায়; তার রুমমেট রাইলি (ইমোজেন পুটস) পুলিশে জানায়, কিন্তু পুলিশ বিষয়টা বিশেষ আমলে আনে না, তাদের বিশ্বাস সে তার প্রেমিকের সঙ্গে কোথাও আছে। এরপর রাইলির কাছে রহস্যময় ফোন আসতে শুরু করে। আরেক তরুণী শিক্ষার্থী ক্রিসের (অ্যালিসি শ্যানন) ফোনেও কিছু হুমকি দেয়া মেসেজ আসতে থাকে। তারা উপলব্ধি করে কিছু একটা সমস্যা আছে। এরপর হস্টেলের এক এক করে মেয়েরা গুম হতে থাকে। তাদের বিশ্বাস এর পেছনে প্রফেসর গেলসনের (ক্যারি এলওয়েস) হাত আছে। তবে, এই প্রজন্মের তরুণীরা যে রুখে দাঁড়াবে তা ভাবতে পারেনি খুনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ