রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আজ সোমবার থেকে নাটোরের নদী অবৈধ দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষে অবৈধ স্থাপনার তালিকা প্রনয়ণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নদীসমূহের জরিপ কাজ সম্পূর্ণ করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ কাজ সম্পন্ন করছে।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, নারদ নদের নাটোর সদর উপজেলা এলাকা উচ্ছেদ অভিযানকে সফল করতে নদী রক্ষা কমিটির সভায় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, এনজিও এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে তাদের মতামত গ্রহণ ও সহযোগিতা চাওয়া হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এর সভাপতিত্বে এসব সভায় নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভ‚তপূর্ব ঐক্যমত্য তেরি হয়।
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন বলেন, নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সফল করতে সকল পেশাজীবী একজোট হয়েছে। কোনো প্রতিবন্ধকতা এ কার্যক্রমে বাঁধা হয়ে উঠতে পারবেনা। দখল আর দুষণের হাত থেকে নদীকে বাঁচাতেই হবে বলে মত প্রকাশ করেছেন নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক।
জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. শাহনেওয়াজ জানান, পানি উন্নয়ন বোর্ডের জনবল সহযোগে আমরা প্রায় প্রতিদিনই নদীর জরিপ কাজ করে সীমানা চিহ্নিত করছি।
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মো. আবু আহসান বলেন, জরিপের মাধ্যমে নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নিয়মিত নোটিশ দেয়া হচ্ছে। ঐ নোটিশের প্রেক্ষিতে তারা ৭ দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে না নিলে ‘লোকাল অথরিটি ল্যান্ড এন্ড বিল্ডিংস অর্ডিন্যান্স ১৯৭০’ এর ৭ ধারা অনুযায়ী ফৌজদারী মামলা দায়ের ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। নদীর পারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে সহায়ক সকল কার্যক্রম নিয়মিতভাবে করা হচ্ছে বলে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।