Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটা চিনি ও রং দিয়ে খেজুর গুড় তৈরি বোয়ালমারীতে ৪ জনের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম


বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে ভেজাল খেজুর গুড় তৈরির অভিযোগে শনিবার সকালে মো. তৈয়ব (৪৮), মিজানুর রহমান (৩২), সবুর মোল্যা (২৫) ও মো. আহাদকে (৩০) ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
আদালত সূত্রে জানা যায়, গুড় ব্যবসায়ীরা নিজেদের বাড়িতে খেজুর রসের সাথে চিনি, আটা ও রং মিশিয়ে গুড় তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে তাদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করেন শাকিলা বিনতে মতিন। এ সময় ১১ কেজি গুড়, আটা, চিনি ও রং জব্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ