প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে আগামী ৩ জানুয়ারী রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদক বিরোধী কনসার্ট ২০২০। চ্যানেল লাইভের সিইও কণ্ঠশিল্পী এবং ইভেন্ট অর্গানাইজার অনন্যা রুমা জানান, ‘দেশব্যাপী মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারী ২০২০ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের মাধ্যমে কনসার্টের উদ্ধোধন করা হবে। উদ্ধোধন করবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল মো. জামাল উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর মোঃ নুরুজ্জামান শরিফ (এনডিসি)। কনসার্টের প্রথম দিনে রাজশাহীতে পারফর্ম করবেন রক সিঙ্গার মিলা, ইয়ং ক্রেজ ইমরান, কনা, পূজা, সুজন আরিফ, চলচ্চিত্র নায়ক ফেরদৌস, পপি এবং অপু বিশ্বাস। কোরিওগ্রাফিতে থাকবেন সোহাগ ড্যান্স গ্রুপ। উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার পাশাপশি থাকবে বৈচিত্র্যময় লেজার শো।’ বেলা দুইটায় গেইট ওপেন করা হবে কনসার্ট শুরু হবে বেলা ৪টায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।