Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মিথিলার বাড়িতে গরুর গোস্ত খেয়ে সমালোচনার মুখে সৃজিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে হানিমুন শেষে বাংলাদেশে শ্বশুর বাড়িতে এসেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। শ্বশুর বাড়িতে তার জন্য বেশ খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। সেসব খাওয়া-দাওয়ার তালিকা দিয়ে সৃজিত তার ফেসবুকে একটি পোস্ট দেন। তালিকায় ছিল ঝিরিঝিরি আলুভাজা, লইট্টা শুটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর গোশত। এ নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েছেন। বিশেষ করে গরুর গোশত খাওয়া নিয়ে তাকে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন সমালোচনা করেছেন। এক ব্যক্তি লিখেছেন, হিন্দু নামে কলঙ্ক আপনি। আপনাকে খুব সম্মান করতাম। কিন্তু এই পোস্টটা পড়ার পর থেকে আপনাকে এখন খুব ঘৃণা করি, আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন। কেউ আবার প্রশ্ন করেছেন, আপনি কি ব্রাহ্মণ? মুখার্জি পদবীটা কেন ব্যবহার করছেন? এসব মন্তব্যকারীদের বেশ কড়া জবাব দিয়েছেন সৃজিত। তিনি লিখেছেন, হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ঋগে¦দ, মনুস্মৃতি ও গৃহসূত্রের কিছু শ্লোক দেব খাওয়া দাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম, নয়তো মনে রাখবেন বাইশে শ্রাবণ-এর সংলাপ কিন্তু আমারই লেখা। উল্লেখ্য, সৃজিত তার বাইশে শ্রাবণ সিনেমার সংলাপে প্রচুর গালি ব্যবহার করেছেন। সিনেমাটির কথা স্মরণ করিয়ে দিয়ে সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। সৃজিত আরও বলেন, আমি গর্বিত এবং শিক্ষিত হিন্দু সেটা যারা নন তাদের সঙ্গে অপ্রাসঙ্গিক ও হাস্যকর বিষয় নিয়ে কথা বলার সময় নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ