Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার জন্যই এখানে কাজ আছে : অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রায় একই সময়ে অনন্যা পান্ডে, সারা আলি খান আর জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক হয়েছে। তাতে অনেকের ধারণা তাদের মাঝে এক কঠিন প্রতিদ্ব›িদ্বতা চলছে প্রথম থেকেই। তবে অনন্যা তা মনে করেন না; তিনি জানিয়েছেন তাদের তিনজনের মাঝে ভাল বন্ধুত্ব রয়েছে। অনন্যা, সারা আর জাহ্নবীর মধ্যে অনেকেই এক ধরণের প্রতিযোগিতার আদত দেখতে পায় অনেকে, এই প্রতিযোগিতা প্রসঙ্গে অনন্যা এক সা¤প্রতিক সাক্ষাতকারে বলেছেন, প্রতিযোগিতার মনোভাব থাকা ভাল, তবে তাদের মধ্যে কোনও বিরোধ নেই। তিনি জানান, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যখনই দেখা হয় ভাল সময় কাটে। তিনি জানান সারার সঙ্গে একই স্কুলে পড়েছেন তিনি আর ছোট বেলা থেকেই জাহ্নবীকে চেনেন আর বলিউডে তারা একই সঙ্গে কাজ করেন। তিনি বলেন : “নিজ নিজ জায়গায় আমরা তিনজনই ভাল কাজ করে যাচ্ছি, আর এখানে আমাদের প্রত্যেকের জন্যই যথেষ্ট কাজ আছে।” এই বছর অনন্যা পান্ডের অভিনয়ে দুটি ফিল্ম মুক্তি পেয়েছে।পুনিত মালহোত্রার পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মে মাসে মুক্তি পেয়েছে আর মুদাসসার আজিজ পরিচালিত ‘পতি পত্মী অওর উও’ মুক্তি পেয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ