রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আপত্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক। গত বুধবার দুপুর সাড়ে ৩টায় পার্বতীপুর উপজেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক জানান, গত ১৫ ডিসেম্বর তারিখে শফিকুল ইসলাম কাজল নামের ১টি ফেসবুক আইডি থেকে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলামের ছবি ব্যবহার করে বিশেষ মহলের প্ররোচনায় তাকে সামাজিক ভাবে হেয়ও প্রতিপন্ন, রাজনৈতিক ও পারিবারিক সুনাম ক্ষুন্ন করার জন্য ১টি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করা হয়েছে। যাতে করে তার সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পারিবারিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তিনি এই মিথ্যা ও আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমি পার্বতীপুর উপজেলার ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিগত ১৮ বছর ধরে উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে স্বচ্ছতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। ১টি কুচক্রি মহল আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয়ও প্রতিপন্নসহ আমার রাজনৈতিক, ব্যবসায়িক ও পারিবারিক সুনাম বিনষ্টের জন্য এ ধরনের নোংরামি করে বেড়াচ্ছে। এ সময় তিনি এই কুচক্রি মহলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, পৌর আ.লীগের সভাপতি মোর্শারফ হোসেন সমাজ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোফাখ্খার ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।