Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের সম্মেলনস্থলের আশপাশে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আওয়ামী লীগের সম্মেলনস্থলের আশপাশের এলাকায় ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে প্রচারণা চালানো হয়েছে। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সেগুনবাগিচা, মৎস্য ভবন এবং ঢাকা ক্লাব এলাকায় সম্রাটের মুক্তির দাবিতে লাগানো প্রচুর পোস্টার এবং ফেস্টুন দেখা যায়। তবে কে বা কারা এমন প্রচারণা চালিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি নেতাকর্মীরা। পোস্টার ও ফেস্টুনে ইসমাইল চৌধুরী সম্রাট মুক্তি পরিষদ এবং ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের নাম উল্লেখ রয়েছে।
ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে লাগানো ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি কোনও এক সমাবেশে সম্রাটের ভাষণ দেওয়ার ছবি জুড়ে দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এতে ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এমন স্লোগান লেখা।
অন্যদিকে সম্রাট মুক্তি পরিষদের আহ্বায়ক জাহিদ হাসান ভূঁইয়ার লাগানো পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এতে সম্রাটের ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ের কর্মী যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাটের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। উল্লেখ্য, গত ৬ অক্টোবর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সম্রাটকে গ্রেফতার করেন।
র‌্যাবের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন থেকেই সম্রাট কয়েকশ’ নেতাকর্মী নিয়ে কাকরাইলে তার নিজ কার্যালয়ে অবস্থান নেন। পরে তার অবস্থান ও আটক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর তার ব্যাংক হিসাব স্থগিত ও তলব করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ