প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী ঈশিতা ও তার ছেলে যাভীর দৌলা একসঙ্গে গান গাইলেন। ছেলের সঙ্গে ঈশিতা গাইলেন লাকী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি গেয়েছেন। গানের সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। আগামী মাসে জি-সিরিজের ব্যানারে ভিডিওটি প্রকাশ করা হবে। ছেলের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি দুজনেরই খুব প্রিয়। যাভীর এখন পঞ্চম শ্রেণিতে পড়ছে। পড়াশোনার পাশাপাশি গানের প্রতি রয়েছে তার তীব্র আগ্রহ। নিয়মিতই গান শিখছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ‘তোমার জানালায়’ শিরোনামে একটি গান দিয়ে প্রায় ১৬ বছর পর সংগীতে ফেরেন ঈশিতা। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। এছাড়া সর্বশেষ গত ঈদে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। শোবিজের বাইরে ঈশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।