Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের জন্য কণার প্লে হাউজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 শিশুদের খেলাধুলার জন্য একটি খেলাঘর নির্মাণ করেছেন সঙ্গীতশিল্পী কণা।মিডিয়ার বাইরের কজন সমমনা বন্ধুকে নিয়ে মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ১১ তলায় এটি গড়ে তুলেছেন। নাম রেখেছেন প্লে হাউজ। সাত হাজার স্কয়ারফিটের এই খেলাঘরের উদ্বোধন করা হয়েছে গতকাল। কণা জানান, ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, এই কাজটি করেছি একেবারে মনের তাগিদ থেকে। আরও ছোট পরিসরে অনেক সহজলভ্য ব্যবসা চাইলে করতে পারতাম। খাবারের দোকান, ফ্যাশন হাউজ ইত্যাদি। যেটা অনেকেই করছেন। কিন্তু আমি করেছি প্লে জোন। কারণ, আমি জানি এই শহরের বাচ্চাগুলো একটু আনন্দ সময় কাটানোর জন্য কতটা অসহায় হয়ে থাকে। মাঠ নেই, খেলার জায়গা নেই। বাবা-মায়েরাও অসহায়। আমি তো মনে করি প্রতিটি এলাকায় এমন একটি প্লে জোন শিশুদের জন্য থাকা দরকার। এদিকে কণা স্টেজ শো আর নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ