Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ট্রিপল এক্স’-এ ফিরছেন দীপিকা পাডুকোন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বলিউড তারকা দীপিকা পাডুকোন ভিন ডিজেলের সহাভিনয়ে ‘ট্রিপল এক্স’ সিরিজের চতুর্থ পর্বে ফিরবেন। ডিজেল স¤প্রতি তার এক সোশাল মিডিয়া পোস্টে তার ‘ট্রিপল এক্স’ তৃতীয় পর্ব ‘রিটার্ন অফ য্যান্ডার কেইজ’ সহশিল্পীদের নাম হ্যাশট্যাগ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে তাকি বড় সাইজের একটি ফার কোট পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন : “আপনাদের সৃজনশীলতার প্রশংসা করি। য্যান্ডার কেইজকে নিয়ে এক বৈঠকে বসেছিলাম। প্রতিটি পর্বে আছে সেটির সুন্দর পরিবার। আশীর্বাদপ্রাপ্ত।” তৃতীয় পর্ব মুক্তি পাবার দুই বছর পর চতুর্থ পর্বের ঘোষণা এল। তৃতীয় পর্ব দিয়ে হলিউডে দীপিকার অভিষেক হয়েছিল। এই পর্বে তিনি ফিরলে এটি হবে হলিউডে তার দ্বিতীয় ফিল্ম। ‘ট্রিপল এক্স ফোর’-এর আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি, আর দীপিকা নতুন এই ফিল্মে আসলেই অভিনয় করবন কীনা তাও নিশ্চিত হয়নি। কিছু সূত্র জানিয়েছেন দীপিকার অভিনয়ে সেলেনা আঙ্গার-এর অংশগ্রহণ হবে পূর্ণাঙ্গ আর অন্যরা বলছে তাকে অতিথি ভূমিকায় দেখা যাবে। ২০১৮তে আভাস দেয়া হয়েছিল রেভোলিউশন স্টুডিওসের ব্যানারে ডিজেলকে নিয়ে ডি. জে ক্যারুজোর পরিচালনায় চতুর্থ পর্ব নির্মিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ