Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নো টাইম টু ডাই’তে প্রথমবারের মত কাঁচাপাকা চুলে জেমস বন্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ড্যানিয়েল ক্রেইগ তার শেষ বন্ড চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’-এর মুক্তির অপেক্ষায় আছেন। ফিল্মটির সর্বশেষ ট্রেইলারে ক্রেইগের পারফর্মেন্সের ছিটেফোঁটা দেখা গেছে। এর মধ্যে বন্ডের কাঁচাপাকা চুলের সাজ সবার নজর কেড়েছে। বিশ্বখ্যাত কল্প-গুপ্তচর জেমস বন্ড জিরো জিরো সেভেনের ভূমিকায় ক্রেইগকে আরও দুর্ধর্ষ রূপে দেখা যাবে নতুন এই পর্বে। অস্কার বিজয়ী অভিনেতা রামি মালিক নিঃসন্দেহে চলচ্চিত্রটিতে নতুন মাত্রা যোগ করবেন। প্রতিবেদন থেকে জানা গেছে ‘নো টাইম টু ডাই’ ফিল্মে ৫১ বছর বয়সী ক্রেইগকে আটটি ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ক্রেইগের কাঁচাপাকা চুলের রূপে। এই জনপ্রিয় স্পাই সিরিজের কেন্দ্রীয় চরিত্রের এই প্রথম কাঁচাপাকা চুলে আত্মপ্রকাশ। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ বন্ড সিরিজের ২৫তম পর্ব। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন জেফরি রাইট, রেল্ফ ফাইন্স, নেয়োমি হ্যারিস, রোরি কিনিয়ার, লিয়া সেডু, বেন উইশ, অ্যানা ডি আরমাস, লাশানা লিঞ্চ। ‘ক্যাসিনো রয়াল’, ‘কোয়ান্টাম অফ সোলেস’, ‘স্কাইফল এবং স্পেক্টার’-এর পর ‘নো টাইম টু ডাই’তে ক্রেইগকে শেষবারের মত বন্ডের ভূমিকায় দেখা যাবে ২০২০-এর এপ্রিল থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ