রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই হরিণছড়া এলাকা হতে কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় চিনুমং মারমা (২৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান জানান, হরিণছড়া এলাকার স্থানীয় এক বাগানের জোত পারমিট করে ফিরার পথে ইঞ্জিন চালিত বোট হতে পা পিছলে লেকে পড়ে যায়। তিনদিন পর উক্ত নিখোঁজ হয়া ব্যাক্তির লাশ গত বৃহস্পতিবার বিকালে কাপ্তাই পুলিশ ও কাপ্তাই ফাঁড়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম, উজ্জল বড়ুয়া, সিরাজ আলম ও ইসমাইল হোসেনসহ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, রাজস্থলী উপজেলার বাসিন্দা ওয়াইমং মারমার ছেলে তিনদিন পূর্বে কাপ্তাই লেকে পড়ে নিখোঁজ হওয়ার পর তার লাশ লেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশ রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।