Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লিগ্যাল নোটিশে মন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

প্রকাশিত ‘রাজাকার তালিকা’য় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং সচিবকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্ট বারের আইনজীবী এস.এম. জুলফিকার আলী জুনু গতকাল এ নোটিশ দেন। ডাক ও রেজিস্ট্রারযোগে পাঠানো নোটিশে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব এস.এম. আরিফ-উর রহমানকে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের তালিকায় স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের নাম থাকার বিষয়টি সব মুক্তিযোদ্ধার হৃদয়ে আঘাত হেনেছে। মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত: গত রোববার মহান বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে। কিন্তু ওই তালিকায় এমন কিছু নাম আসে যা তালিকাকে প্রশ্নবিদ্ধ করে। রাজাকারের তালিকায় নাম ওঠে বঙ্গবন্ধুর সহপাঠী ও বাল্যবন্ধু মজিবুল হকেরও। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর বিতর্কের মুখে বুধবার ওই তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জানানো হয়, পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ