প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা’কে শুধুমাত্র বিশেষ বিশেষ দিবসেই নাটকে অভিনয়ে দেখা যায়। গায়ক-অভিনেতা তাহসান খানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এই দুই তারকা শিল্পীকে নিয়ে এর আগে বেশ কয়েকজন নির্মাতা নাটক নির্মাণের চেষ্টা করলেও তা সফল হয়নি। তবে এবার নাট্যকার ও পরিচালক সাগর জাহান দু’জনকে নিয়ে প্রথমবারের মতো একটি নাটক নির্মাণ করছেন। সাগর জাহানের রচনা ও পরিচালনায় পূর্ণিমা ও তাহসান খান প্রথমবারের মতো একসঙ্গে একই নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘ভালো বাসাবাসি’। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘যখ কেউ খুব কেয়ারিংকে মনে করি যন্ত্রণা, সেই যন্ত্রণা এড়ানোর জন্য সেই মানুষটির বাইরে গিয়ে যখন অন্য কারো কেয়ারিং পেতে চায় তখন বুঝতে পারে কাছের মানুষের কেয়ারিং বা ভালোবাসাটা আসলে কেমন। এই বিষয়টিকেই উপজীব্য করে নাটকটি নির্মাণের চেষ্টা করছি।’ নাটকে আদর চরিত্রে অভিনয় করছেন তাহসান খান এবং তার বিপরীতে মিসিসিপি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘এর আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার নির্দেশনায় অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। সাগর জাহান একজন গুণী নির্মাতা। তার নির্মিত অনকে দর্শকপ্রিয় নাটক আছে। তার নির্মিত কাজগুলো আমিও দেখি। তাই তার নাম শুনে, গল্প শুনে কাজটি করতে রাজি হই। অন্যদিকে তাহসান ভাইও গুণী একজন শিল্পী, তার সঙ্গে প্রথম নাটকে কাজ করছি। আশা করছি কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ তাহসান খান বলেন, ‘যে ক’জন আমার প্রিয় নাট্যনির্মাতা আছেন সাগর জাহান তাদের মধ্যে একজন। তার স্ক্রিপ্ট না পড়েই হ্যাঁ বলে দেই। কারণ তার কাজের প্রতি এই বিশ^াস আছে যে, কাজটি ভালো হবেই। আর পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। নি:সন্দেহে তিনি গুণী একজন শিল্পী। তার কাজ বাংলাদেশের দর্শক বেশি বেশি দেখতে চান। সেই দর্শকের জন্যই আমার এবং পূর্ণিমার বিশেষ এই নাটক ভালো বাসাবাসি।’ সাগর জাহান জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি অনলাইন টিভি ‘গেøাবাল টিভি’তে প্রচার হবে। সাগর জাহানের নির্দেশনায় তাহসান খান প্রথম অভিনয় করেন ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকে। এরপর সাগর জাহানের নির্দেশনায় আরো আট/দশটি নাটকে অভিনয় করেন তাহসান খান। এদিকে তাহসান খান নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি মাসের পুরোটা জুড়েই তাহসান ঢাকা এবং ঢাকার বাইরে স্টেজ শো’তে ব্যস্ত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।