প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ ‘মরদানি টু’
২ পতি পত্মী অওর উও
৩ পানিপথ
৪ দ্য বডি
৫ কমান্ডো থ্রি
‘মরদানি টু’
গোপি পুথরান পরিচালিত অ্যাকশন থ্রিলার। ২০১৪’র ‘মরদানি’র সিকুয়েল।
রাজস্থানের কোটা শহরের শিক্ষা কেন্দ্র ঘিরে একের পর এক তরুণী ধর্ষণের পর খুন হয়। অপরাধের প্যাটার্ন দেখে বোঝা গেল বিকারগ্রস্ত এক সিরিয়াল খুনি এই কাজ করছে। নারীর ওপর এই সহিংসতা রোধ করে খুনিকে আইনের আওতায় আনার জন্য শীর্ষ পুলিশ অফিসার শিবানী রায়কে (রানি মুখার্জি) দায়িত্ব দেয়া হয়। তদন্ত করে জানা যায় খুনির নাম সানি (বিশাল জেঠোয়া)। এখনও সে পর্দার আড়ালে আছে, কিন্তু অপরাধী জেনে যায় তাকে ধরার জন্য শিবানীকে নিয়োগ দেয়া হয়েছে। অপরাধ চালিয়ে যাবার সঙ্গে সঙ্গে সে শিবানীকে চ্যালেঞ্জ করে বসে। শুরু হয় এক নিষ্ঠুর বিবেকহীন অপরাধী আর এক তারকা পুলিশ কর্মকর্তার মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।