Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের ২ লবণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

চট্টগ্রামের চাক্তাই এলাকায় লবণ উৎপাদনকারী প্রতিষ্টান ‘মেসার্স সি সল্ট লি. ও মেসার্স প‚র্বানী সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজ’ এর বিরুদ্ধে রাঙামাটি পিওর ফুট কোর্ট ও আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। কাপ্তাইয়ে অবাধে মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল লবণ বিক্রয়ের অভিযোগে গত রোববার বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন/২০১৩ এর ২৬ ধারায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন কাপ্তাইয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কাপ্তাইয়ে ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ খাবার লবণে সয়লাব হওয়ার খবর মিলেছে। এমন তথ্যে বাজার পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত হওয়ায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের চাক্তাইয়ের রাজাখালী রোডের মেসার্স প‚র্বানী সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজের মালিক হাসান মুরাদ ও একই এলাকার মেসার্স সি সল্ট লি. এর মালিক তানভীর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কাপ্তাইয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিনিধিকে জানান, কাপ্তাইয়ে অবাধে ভেজাল ও মেয়াদোর্ত্তীণ লবণ বিক্রয় করা হচ্ছিল। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চট্টগ্রামের এ দুই প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করার সত্যতা পাই। যার কারণে নিরাপদ খাদ্য আইনে মেসার্স সি সল্ট লি. ও মেসার্স প‚র্বানী সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রিজ’ এর বিরুদ্ধে মামলা দায়ের করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ