Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে সালাতু সালাম মাহফিল সম্পন্ন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মীরসরাইয়ে ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল সম্পন্ন হয়েছে। গত বুধবার উপজেলার বারইয়ারহাট মাইক্রো স্ট্যান্ড চত্তরে বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার ব্যবস্থাপনায় সত্য ও মানবতার প্রাণের মহান ঈদে আজম সালাতুর মাহফিলে কদমতলা দাখিল মাদরাসার সুপার মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে ছিলেন তাফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রণেতা শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। বিশেষ মেহমান হিসেবে ছিলেন পীরে তরিক্বত মীর মো. হাছানুল করিম মুনিরী সাহেব। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার। প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর সাহেবজাদা আল্লামা ফুয়াদ আল ফারুকী। পরে সালাতু সালাম মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনা করা দোয়া মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ