Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চারদিন ব্যাপী এ প্রশিক্ষন গতকাল বৃহস্পতিবার শেষ হয়। সরকারের স্থানীয় সরকার বিভাগ দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক সহায়তায় গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষনের আয়োজন করে।
গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিরোধ সহজে ও দ্রæততম সময়ে নিষ্পত্তির করে গ্রামের গরীব-অসহায় মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে ইউপি সদস্যদের এ প্রশিক্ষন দেয় হয়।
প্রশিক্ষনে গ্রাম আদালত আইন, বিধিমালা ও বিচার প্রক্রিয়া বিষয়ে সেসন প্ররিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়কারী অলিউল হাসানাথ খান ও জেলা প্রশিক্ষন পুলের সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ