Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সরিষা ফুলের মধুতে কৃষকের মুখে হাসি

এম এ মান্নান, সরিষাবাড়ী (জামালপুর) থেকে | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

পাট, সরিষা আর গরুর গাড়ি, এ নিয়ে সরিষাবাড়ী। জামালপুরের অন্যতম এ শিল্প শহর সরিষাবাড়ী উপজেলা। পাট, সরিষা ও গরুরগাড়ির জন্য এক সময় বেশ নামডাক ছিলো সরিষাবাড়ির। নানা কারণে পাটকলগুলোর অস্তিত্ববিলীন হওয়ায় পাট আবাদে ভাটা আর কালের আর্বতনে গরুরগাড়ির প্রচলন কমে গেছে। তবে সরিষা আবাদের ঐতিহ্য এখনো রয়েছে।
প্রাচীন তথ্য মতে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সরিষার আবাদ ভালো হওয়ায় বৃটিশ আমলে উপজেলাটির নামকরণ হয় সরিষাবাড়ি। উপজেলার চরাঞ্চলগুলো সরিষা আবাদের জন্য বেশ উপযোগী হওয়ায় দিগন্ত জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। চারদিকে সরিষা ফুলের গন্ধে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ সরিষা ফুলকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে আসা মৌ চাষিদের চলছে মধু সংগ্রহের কাজ। বসেছে প্রায় ৮৫০টি মধু সংগ্রহের বাক্স। এসব বাক্স থেকে আসবে প্রায় ২০ মেট্রিক টন মধু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নেই সরিষার আবাদ করা হয়ে থাকে। চলছে সরিষার মৌসুম। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ২শ’ হেক্টর, এবার ৩ হাজার ৩শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ বছর টরি-৭ ও বারী-১৪ জাতের সরিষার আবাদ করা হয়েছে। মাঠে মাঠে এখন নয়নাভিরাম সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য। দেখে চোখ জুড়িয়ে যায়। এ অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয় শিশু-কিশোর থেকে শুরু করে প্রকৃতি প্রেমী মানুষ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর সরিষার ফলন ভালো হবে বলে আশা করছি। তবে বৈরি আবহাওয়া না হলে ও সরিষার দাম ভালো থাকলে কৃষকরা লাভের মুখ দেখবে। এছাড়া সরিষা চাষে উদ্বুদ্ধকরণ, মাঠ পরিদর্শন, ক্ষতিকর পোকা-মাকড় নিধন ও বাজারজাত সহযোগিতাসহ উপসহকারী কর্মকর্তাদের মাধ্যমে কৃষি অফিসের তত্ত¡াবধানে চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ