Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নিজ কার্যালয়ে মামলা দিতে পারে না দুদক

এজাহার গ্রহণের এখতিয়ার চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজ কার্যালয় মামলা গ্রহণ করতে পারে না। মামলা হতে হবে নিকটস্থ থানায়। ফৌজদরি কার্যবিধিতে এমন কথাই বলা হয়েছে। অথচ প্রতিষ্ঠানটি নিজেরা বিধি প্রণয়ন করে নিজেরাই মামলা গ্রহণ করছে। এ কথা জানিয়েছেন দুদকের মামলা গ্রহণের এখতিয়ার সংক্রান্ত রিটের কৌঁসুলি আব্দুল কাইয়ুম খান। গতকাল বুধবার সুপ্রিমকোর্ট বারে তিনি কথা জানান। এর আগে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে দুদক কার্যালয়ে এজাহার গ্রহণ কেন অবৈধ ও অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হবে না-এই মর্মে রুল নিশি জারি করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব,স্বরাষ্ট্র সচিব, সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের মহা-পরিদর্শক ও দুদক সচিবকে আগামি চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
অ্যাডভোকেট কাইয়ুম খান বলেন, দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১(২)(ঘঘ)(ছ), ৪, ৯ (ক), ১০ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষণা করা হবে না সে মর্মে রুল নিশি চাওয়া হয়েছে। শুনানি শেষে আদালত দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১(২)(ঘঘ), ৪, নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষণা করা হবে না-জানতে চান। দুদক নিজেই মামলা করার ক্ষমতা-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট জারি করে। এ বিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, বিধিতে যাহা কিছুই থাকুক না কেন আইনের তফসিলে উল্লিখিত কোনো অপরাধ-সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে কোনো বাধা থাকিবে না, তবে সংশ্লিষ্ট থানা ওই অভিযোগটি প্রাপ্তির পর রেজিস্ট্রারভুক্ত করে অনধিক ২ কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী তদন্ত কার্য পরিচালনার জন্য এটি কমিশনবহির্ভূত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নিকটস্থ জেলা কার্যালয়ে এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের ক্ষেত্রে কমিশন বরাবর প্রেরণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ