Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের প্রকৃত বয়স ও পারিবারিক তথ্য দিলেন জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চিত্রনায়িকা জয়া আহসানের বয়স কত? এমন প্রশ্ন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। কেউ বলছেন তার বয়স ৪৪, কেউ বলছেন ৪৭। এ নিয়ে তখন মুখ খুলেছিলেন জয়া। তিনি বলেছিলেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, বয়স নয়। একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে। ৪৬ কিংবা ৫৬ কিংবা তার চেয়েও বেশি বয়স হলেই অভিনেত্রীরা কাজের অযোগ্য কিংবা তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করতে পারবেন না- এমন ধারণা বিশ্বের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিই পোষণ করে না। তাই ব্যক্তি জয়া আহসানের যে বয়স, তা নিয়ে আমি এতটুকু বিচলিত নই। তবে সম্প্রতি জয়া নিজেই ভারতের একটি পত্রিকায় নিজের বয়স এবং পারিবারিক বিভিন্ন তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার বয়স ৩৭ বছরের এক দিনও বেশি নয়। উইকিপিডিয়ায় তাকে নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে অনেক তথ্যই ভুল দেওয়া আছে। জয়া বলেন, ভুল তথ্য প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। বিশেষ করে আমার কাজ যারা পছন্দ করেন, দায়িত্বশীল যেসব সাংবাদিক আমাকে নিয়ে দুই কলম লেখার মতো যোগ্য মনে করেন, তারা ভবিষ্যতে বিষয়টি সংবেদনশীলভাবে দেখবেন বলেই আশা করছি। প্রকৃত সত্য হলো, ৪৬ বছর আগে আমার বাবা-মার বিয়ে তো দূরের কথা, দেখাও হয়নি। এত দিন বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছি। তবে ইদানিং বিষয়টি মাত্রাতিরিক্ত আকার ধারণ করায় পরিবার ও কাছের বন্ধুদের অনুরোধে বলতে বাধ্য হয়েছি। সংশ্লিষ্টদের কাছে অনুরোধ, একজন শিল্পীর জীবনবৃত্তান্ত তুলে ধরবার আগে তার সাথে কথা বলা উচিত। জয়া বলেন, শুধু বয়স ভুলের তথ্যই নয়, বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে, আমার আরো দুই বোন ও এক ভাই রয়েছে (প্রকৃত তথ্য: আমরা দুই বোন ও এক ভাই)। বলা হয়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় (প্রকৃত তথ্য: গোপালগঞ্জ)। শুধু তাই নয়, আমার বাবার নামও লেখা হয় আলী আহসান সিডনী (প্রকৃত তথ্য: অভিনেতা জিতু আহসানের বাবা প্রখ্যাত অভিনেতা সৈয়দ আলী আহসান সিডনী। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ এস মাসউদ)। রয়েছে আরো অনেক ভুল তথ্য। আশা করছি, ভুল শুধরে ভবিষ্যতে আমরা প্রতিটি শিল্পী স¤পর্কে সঠিক তথ্য জানার চেষ্টা করবো। কারণ ভক্তরা যেমন তার পছন্দের শিল্পী স¤পর্কে ভুল তথ্য কিংবা ভুল ব্যাখ্যা পড়তে পছন্দ করেন না, শিল্পীরাও প্রতিনিয়ত ভুল তথ্য দিয়ে ভক্তদের বিভ্রান্ত করতে চান না।



 

Show all comments
  • Shahin Ahmad ১৯ ডিসেম্বর, ২০১৯, ১:১২ এএম says : 0
    ইদানিং মিডিয়ার উদ্দেশ্য কি???অনবরত মিথিলা আর জয়ার খবর!!!
    Total Reply(0) Reply
  • মেহেদী ১৯ ডিসেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
    এই মহিলার নিউজ আমি সহ্যই করতে পারিনা। ইনকিলাবের কি নিউজ সংকট পড়ছে নাাকি??
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ১৯ ডিসেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
    েএই তথ্য দিয়ে আমাদের কি হবে শুনি???
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ১৯ ডিসেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
    ওতো ভারতের কাছে সবকিছু উজার করে দিয়েছে!!!
    Total Reply(0) Reply
  • Mohammad Shanto Farabi ১৯ ডিসেম্বর, ২০১৯, ১০:০৭ এএম says : 0
    খুব ভালো খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ