Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দাবাঙ থ্রি’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অন্যরকমের পুলিশ ইনস্পেক্টর চুলবুল পান্ডে ফিরছে, সঙ্গে ফিরছে তার স্ত্রী রাজ্জো, চুলবুলের ভাই মাক্ষিও ফিরছে, নতুন যোগ হয়েছে চুলবুলের নতুন নায়িকা খুশি। এখন দেখার পালা ‘দাবাঙ’ সিরিজের প্রথম দুটির মত এটিও ব্লকবাস্টার সাফল্য পায় কী না। ৪২ কোটি রুপিতে নির্মিত ২০১০-এর প্রথম পর্ব আয় করেছিল ২১৯ কোটি রুপি, ৭৩ কোটি রুপি বাজেটে নির্মিত ২০১২’র দ্বিতীয় পর্ব আয় করেছিল ২৫২ কোটি রুপি। চলতি পর্বটি নির্মিত হয়েছে ১০০ কোটি রুপিতে। ভারতের বাইরেসহ ‘দাবাঙ থ্রি’ ৬৫০০ পর্দায় দেখান হবে। আরবাজ খান প্রডাকশন্স, সালমান খান ফিল্মস এবং স্যাফরন ব্রডকাস্টের ব্যানারে অ্যাকশন কমেডি ‘দাবাঙ থ্রি’ মুক্তি পাবে। প্রযোজনা করেছেন সালমান খান আরবাজ খান এবং নিখিল দ্বিবেদী। প্রভু দেবার পরিচালনায় অভিনয় করেছেন সালমান খান, সোনাক্ষি সিনহা, আরবাজ খান, সায়ি মাঞ্জরেকার, কিচ্ছা সুদীপা, মাহি গিল, প্রমোদ খান্না, আইটেম দৃশ্যে ওয়ারিনা হুসেন, মিলিন্দ গুনাজি, অভিলাষ চৌধারি, পঙ্কজ ত্রিপাঠী, কে কে মেনন, নওয়াব শাহ এবং অতিথি ভূমিকায় প্রীতি জিন্তা। সাজিদ-ওয়াজিদ সঙ্গীত পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ