প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার ‘মরদানি টু’, ‘মামাঙ্গম’ , ‘দ্য বডি’ এবং ‘আনফ্রেন্ডস’ ফিল্ম চারটি মুক্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে মালয়ালম ফিল্ম ‘মামাঙ্গম’, তবে এটির হিন্দি সংস্করণ খুব আবেদন সৃষ্টি করতে পারেনি। বস্তুত হিন্দি ফিল্মের বিবেচনায় ‘মরদানি টু’ই সবচেয়ে এগিয়ে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ক্রাইম-অ্যাকশন ফিল্ম ‘মরদানি টু’ মুক্তি পাবে। ফিল্মটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। গোপী নপুত্রানের পরিচালনায় ক্রাইম-অ্যাকশন ফিল্ম ‘মরদানি টু’তে অভিনয় করেছেন রানি মুখার্জি, বিক্রম সিং চৌহান, শ্রুতি বাপনা, রাজেশ শর্মা, দীপিকা আমিন এবং সুধাংশু পান্ডে। ৩.৮০ কোটি রুপিতে ফিল্মটির যাত্রা শুরু হয়। শনিবার ও রবিবারের ৬.৫৫ কোটি রুপি এবং ৭.৮০ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ১৮.১৫ কোটি রুপি । সোমবারের আয় ২.৮৫ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন। হরর থ্রিলার ‘দ্য বডি’ পরিচালনা করেছেন জিতু জোসেফ; অভিনয় করেছেন এমরান হাশমি, সোভিতা ধুলাপিয়া, ঋষি কাপুর, বেদিকা কুমার। ৭৫ লক্ষ রুপি দিয়ে হিসাবের খাতা খুলে সোমবার পর্যন্ত ফিল্মটির আয় ২.৫ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই। মালয়ালম পিরিয়ড অ্যাকশন ফিল্ম ‘মামাঙ্গম’ পরিচালনা করেছেন এম পদ্ম কুমার; অভিনয় করেছেন মামুট্টি, সুদেব নায়ার, উন্নি মুকুন্দন, প্রাচী তেহলান, সিদ্দিক, তরুণ অরোরা, মনু শর্মা এবং কানিহা। সামগ্রিক আয় সোমবার পর্যন্ত ৬০ কোটি রুপি; হিন্দি সংস্করণের আয় ২ কোটি রুপি। রেটিং পাঁচে তিন। আশফাক শেখের পরিচালনায় থ্রিলার ফিল্ম ‘আনফ্রেন্ডস’-এ অভিনয় করেছেন সাহিল আখতার খান, মৌসমি বিশ্বাস, রজত রাওয়াল নাফি খান এবং হিমায়াত আলি। আয় সোমবার পর্যন্ত ১.১০ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।