Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় হাইকোর্টে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন রাখা এবং দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। পর্যটন মন্ত্রণালয় সচিব, পরিবেশ মন্ত্রণালয় সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’ নামক একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মুহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে এ রিট করেন। তারপক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট শেখ ওমর শরীফ। এর আগে চলতিবছর অক্টোবরে এই গ্রুপটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করে। এরপর সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই রিট করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ