রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার পীরব ইউনিয়নের সিহালী ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী পল্লী বালিকা আরিফা আকতার মনিকা (১২) এখন কোথায়? এ প্রশ্ন স্কুলে তার সহপাঠি ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকাসহ এলাকাবাসি সবার।
জানা যায়, চলতি মাসের ৭ তারিখে স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মধ্য বয়সী ১ ব্যবসায়ী তার বাড়িতে নিয়ে এ ছাত্রীর শ্লীলতাহানী ঘটায়। এলাকার কিছু লোক ঘটনাটি জানতে পেরে ব্যবসায়ীকে আটক করে তার কাছে শ্লীলতহানীর ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ টাকা আদায় করে তাকে চলে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর টাকা আদায়কারীরা শ্লীলতাহানীর শিকার ছাত্রী মনিকার মা পেয়ারা বেগমের হাতে ৩০ হাজার টাকা দিয়ে তাদের আপাতত গ্রাম ছেড়ে যেতে বাধ্য করে। মনিকার বাবা ওহেদুল রিকশা চালানোর কাজে ঢাকায় অবস্থান করায় ধারণা করা হচ্ছে মনিকারা হয়তো গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছে।
এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী গোলাম রব্বানীর সাথে কথা বললে তারা ঘটনাটি লোক মুখে শোনার কথা জানিয়েছেন।
থানার ওসি মিজানুর রহমান জানান, লোক মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ঘটনার শিকার মনিকা ও তার মাকে পাওয়া না যাওয়ায় পুলিশ ফিরে এসেছে, কেউ ঘটনা সম্পর্কে পুলিশের কাছে মুখ খোলেনি। এলাকাবাসির কেউ কেউ বলেছে, এ ঘটনার লেনদেনের সাথে যারা জড়িত তাদের ভয়ে সবাই চুপ রয়েছে, এজন্য কেউ মুখ খুলছেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।