Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাদুঘরে ইসলামী সম্মেলন শুরু কাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ঐতিহ্যবাহী জামিয়া সিরাজীয়া দারুল উলুম ৩৩ সালা দস্তাবন্দী উপলক্ষে তিনদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ।
জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল-মতিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদিস মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর)। লিখিত বক্তব্যে বলা হয়-৩৩ বছরে অত্র প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার আলেম, হাফেজে কুরআন কৃতিত্বে সাথে পাশ করেছেন তাদের পাগড়ি প্রদান করা হবে।
এ সময় ছিলেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দেস মাওলানা আব্দুল হান্নান কাসেমী, মুফতি এনামুল হক, মুফতি ইমাম হোসেন কাসেমী, মাওলানা মিজানুর রহমান মাসুদ, মুফতি মুকবুল হাসান, মুফতি মুজ্জামেল হক সিরাজী, মাওলানা কাজী এনাম, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা শাহ মোহাম্মদ উল্লাহ, মুফতি আল হাবিবী উসমান, হাফেজ ইকরামুল মারজান প্রমুখ।
জানা যায়, তিনদিন ব্যাপী জামিয়া সিরাজীয়া সংলগ্ন ময়দানে আগামীকাল ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে ২১ ডিসেম্বর রাতে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তিনদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনে আলোচনা করবেন চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফি, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ কামারুদ্দীন, প্রধান মুফতি আল্লমা শায়খ মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, মুহাদ্দিস আল্লামা রাশেদ আজমীসহ দেশ বিদেশের প্রখ্যাত আলেমগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ