Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার মীরাকান্দি ও দক্ষিণ কানাইপুর গ্রামে গ্রাম্য দলাদলির জেরে সেলিম মোল্লা, রাজ্জাক মোল্লা ও জামাল রাঢ়ির ৩টি বসত ঘরে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। প্রতিপক্ষ বাবুল সরদার, বেল্লাল মোল্লা, সজল সরদার, আলামিন রাঢ়ি, আরিফ রাঢ়ি, হাবিল সরদার ও কাবিল সর্দার দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে এ হামলা চালায়। গত ১১ ডিসেম্বর বিকেলে এ ঘটনা ঘটলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত মামলা হয়নি। তবে হামলার পরে গ্রামে হামলাকারীদের মহড়া চলমান থাকায় ভূক্তভোগীরা বাড়িঘর ছেরে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে গ্রাম্য ভাবে এ নিয়ে সালিশ হওয়ার প্রক্রিয়া চলায় কেউ মামলা বা অভিযোগ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ