বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিচার কার্যক্রম চলাকালীন সময়ে বিচারককে অপদস্থ করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মারজিয়া খাতুন এর আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মোটরসাইকেল চুরির আসামী মেহেদী বাবু (৩০) কারাগার থেকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এ সময় উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে সে। এ ঘটনার পর আদালতের বিচারকার্যক্রম বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন,আসামীর জামিন আবেদন মঞ্জুর না করায় সে এমন অনাহুত ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি দুঃখজনক বলে উল্ল্যেখ করে তিনি জানান আমি এই আসামীর পক্ষে মামলা পরিচালনা করবো না। এ ঘটনায় বার সমিতি থেকে মিটিং ডাকা হয়েছে।
অভিযুক্ত মেহেদী বাবু সদর উপজেলার ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।