বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ তালিকা তৈরি প্রকাশ এবং তাদের যথাযোগ্য মর্যাদা প্রদান করতে হবে। স্বাধীনতার পর সমাজে সাম্যের পরিবর্তে ধনী দরিদ্রের পাহাড়সম বৈষম্য বেড়েছে। মুক্তিযুদ্ধে আলেম ওলামায়ে কেরামের অবদান জাতির সামনে তুলে ধরতে হবে। বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেনমুক্তিযুদ্ধে আলেমদের অবদান থাকলেও প্রকৃত ইতিহাস আড়াল করে ওলামায়ে কেরামের নাম ঢালাও ভাবে স্বাধীনতা বিরোধীদের তালিকায় জুড়ে দেয়া হচ্ছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের নিখুত তালিকা ও স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরামের অবদান জাতির কাছে তুলে ধরতে হবে।
গতকাল সোমবার সকালে রাজধানীর জামিযা নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবর রহমান হামিদী, মাওলানা সুলতান মুহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, গত ৪৮ বছরে আমরা তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি আজ সে আত্মজিজ্ঞাসার দিন। স্বাধীনতার পর সমাজে সাম্যের পরিবর্তে ধনী দরিদ্রের পাহাড়সম বৈষম্য বেড়েছে । বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি আর্থিক বৈষম্য বিরাজ করছে। শাসকগোষ্ঠী একের পর এক নাগরিক অধিকার ও মানবিক মর্যাদাকে পদদলিত করেছে।
গতকাল সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ হাউজ বিল্ডিং চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয়ের সুফল অর্জনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, মাওলানা নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া: মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র কুরআনখানী, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেম। এছাড়া সকাল ১০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা সসার্বভৌত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্যে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
ইসলামী যুব আন্দোলন: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপি থানায় থানায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর সেনানীদের মাগফেরাত কামনা করে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । রাজধানীর খিলগাও থানা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দীন বলেন, স্বাধীনতার ৪৮ বছর পার হলে ও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা এখনো অর্জন হয়নি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।