Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাকারের তালিকায় নাম দেখে বিস্মিত-হতবাক টিপু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারদের তালিকায় ৭১-এ যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নাম রয়েছে। গত ১৫ ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয় তাতে রাজশাহী বিভাগের ৮৯ নম্বর তালিকায় (ক্রমিক নম্বর ৬০৬) নাম রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপুসহ পাঁচজনের নাম। তালিকায় নাম দেখে গোলাম আরিফ টিপু বলেন, বিস্মিত, হতবাক হয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এটা কিভাবে করলো?
স্থানীয় সূত্রে জানা গেছে, টিপুসহ এই পাঁচজন এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন স্বাধীনতার পক্ষের মানুষ। আবার তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মহসিন আলীর নামও রয়েছে তালিকায়। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত অ্যাডভোকেট আব্দুস সালামের নামও রয়েছে তালিকায়। তার পরিবারের পাঁচজন সদস্য মুক্তিযুদ্ধের সময় নিহত হন। ওই সময় আব্দুস সালাম পাকিস্তানি হানাদারদের ভয়ে ভারত পালিয়েছিলেন।
রাজশাহী বিভাগে স্বাধীনতাবিরোধীদের এক থেকে ১৫৪টি তালিকা প্রকাশ করা হয়েছে। এসব তালিকায় কয়েকশ’ ব্যক্তির নাম রয়েছে। যাদের কয়েকজনের নাম দ্বিতীয়বারও রয়েছে।

রাজাকারের তালিকায় নাম আসার বিষয়ে গোলাম আরিফ টিপু বলেন, আমি এটা দেখে বিস্মিত হয়েছি। এটা কি করে সম্ভব? আমি জীবনে কখনো ওদের লাইনে যাইনি। রাজাকারের তালিকায় নাম আসবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি এটার শক্ত প্রতিবাদ করব। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না। তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তালিকায় আসা নামটি তাকে মিন করেই দেয়া হয়েছে। এ ঘটনায় দেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত। মন্ত্রণালয় তাচ্ছিলের সঙ্গে এই কাজটি করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমার ভূমিকা ছিল।

জানতে চাইলে রাজশাহীর মুক্তিযুদ্ধের গবেষক ওয়ালিউর রহমান বাবু বলেন, যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তাদের নামও যদি তালিকায় থাকে, সেটিও হবে চরম লজ্জাজনক।



 

Show all comments
  • Masud Mahmood ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    এটাই সত্য। এই তালিকা পাকিস্তানি রা করেছে তারা কাদেরকে টাকা দিত সেই হিসেবেই তালিকা করেছে
    Total Reply(0) Reply
  • Md Ustad ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    Etai soitto etai soitto etai soitto
    Total Reply(0) Reply
  • Asif Reza ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫০ এএম says : 0
    অত্যন্ত সতর্কতার সহিত তৈরি এই তালিকা এবং নির্ভুল।
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫০ এএম says : 0
    সত্য বের হয়ে গেছে।বিস্মিত -হতবাক হওয়ার কিছু নাই ইহা সত্য।
    Total Reply(0) Reply
  • Abdullah Apu ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ এএম says : 0
    তীব্র প্রতিবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Dana Nazlee ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ এএম says : 0
    আমরা কি ধরে নিবো মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে দায়িত্বশীল ব্যাক্তি নাই? এমন হীন, ষড়যন্ত্র মূলক রাজাকারের তালিকা কিভাবে প্রকাশিত হয়?? খুঁজে বের করা হোক জড়িতদের। দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। শুধু ব্যাক্তিগত নয়, পুরো দেশের লজ্জা, অপমান।
    Total Reply(0) Reply
  • Ashfaque Kabir ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ এএম says : 0
    যারা তালিকা তৈরী করেছে তারা স্বাধীনতার ইতিহাস জানেনা। তালিকা তৈরীর ব্যাপারে যত্নশীল হওয়া উচিত ছিল।
    Total Reply(0) Reply
  • লাইলাক শহীদ ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ এএম says : 0
    ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে জরুরী ভিত্তিতে আইনের আওতায় আনা উচিত । কেমন করে এটা হয় ? কারা জড়িত ?
    Total Reply(0) Reply
  • Mohidul Haque ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫২ এএম says : 0
    এটা কলঙ্কিত, যাদের নাম ( উল্লেখিত তিনজন) তালিকায় দেখেনো হয়েছে তাদের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে যার দায় মন্ত্রানালয় ও মন্ত্রি এড়াতে পারেন না ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ