পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত গণকাল সোমবার বিজয় দিবসে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্কালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।
এসময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। কাপড় দিয়ে মুখ ঢাকা একদল দুর্বৃত্ত মঞ্চ, অতিথিদের চেয়ারসহ বিভিন্ন জিনিস গুড়িয়ে ফেলে। এ অনুষ্ঠানটিকে ঘিরে পুলিশের কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ রয়েছে। সকাল সোয়া ৯টায় শহরের জেলা পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষনিক উপস্থিত মুক্তিযোদ্ধারা জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠান স্থলে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি বলেন, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা প্রকৃত রাজাকার। এসময় তিনি অভিযোগ করে বলেন, জেলা আ.লীগের এক নেতার নির্দেশে তার অনুসারীরা এই হামলা করেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এটি জেলা পরিষদের আয়োজিত সরকারি অনুষ্ঠান। জেলা পরিষদের পক্ষ থেকে আইনগণ ব্যবস্থা নেব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, ভাঙচুর সম্পর্কে জানিনা। বিএনপির মিছিল যাওয়ার সময় এটা করছে। সমস্ত মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ছিল। ভাঙচুরের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ঘটনার সময় আমরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ছিলাম। এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে জেলা পরিষদ ১৪৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। প্রত্যেককে উত্তরীয়, নগদ অর্থ, শাল ও ক্রেস্ট প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নওয়াব আসলাম হাবীব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।