Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেকে এক টাকাও শাকিব দেয়নি -অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চলচ্চিত্রে বেকার হয়ে পড়ার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন ধরনের কর্মকান্ড ও বক্তব্য দিয়ে আলোচনায় থাকছেন। কখনও তিনি মুসলমান হিসেবে জীবনযাপন করছেন, কখনও হিন্দু রয়ে গেছেন, কখনও নতুন করে বিয়ে-সাদীর কথা বলে নিজেকে আলোচনায় রেখেছেন। এখন আলোচিত হচ্ছেন, শাকিব ও তার পুত্র আব্রাহাম জয়ের ভরণ-পোষণের প্রশ্ন তুলে। স¤প্রতি একটি গণমাধ্যমে বলেছেন, শাকিব তার পুত্র জয়ের কোনো খরচপাতি দেন না। সব দায়িত্ব তাকেই পালন করতে হচ্ছে। তিনি বলেন, শাকিব ছেলের জন্য কোনো খরচ কখনোই দেয়নি। ওর কাছ থেকে একটা প্রয়োজনে আমি ১০ লাখ টাকা নিয়েছিলাম। তখন আমাদের স¤পর্ক ভালো ছিল। স্বামী-স্ত্রী আমরা। জয়ের জন্মের পর শাকিব ওই ১০ লাখ টাকা ছেলের খরচ হিসেবে দিয়েছে বলে দাবি করে। তিনি বলেছিলেন, আমাকে আর ওই টাকা ফেরত দিতে হবে না। এটা ছেলের জন্য দিয়েছে। এই দেয়াটাকেই সবাই প্রচার করেছে যে ছেলে-বউয়ের খরচ দিচ্ছে শাকিব। আমিও কিছু বলিনি। কারণ টাকাটা ও আমার কাছে পায়। কিন্তু সত্যটা হলো, ছেলে জন্মের পর ওর জন্য এক টাকাও সে নগদ দেয়নি। অপু বলেন, জয়ের জন্মের পর থেকেই আমাকে অনেক সংগ্রামের মুখে পড়তে হয়েছে। সাংবাদিক ও আমার পরিবার আমাকে মানসিক সমর্থনটা দিয়েছে ঠিকই। কিন্তু আর্থিক সাপোর্ট কোথাও থেকে পাইনি। নিজেকে জোগাড় করতে হয়েছে নানারকম বিজ্ঞাপন, সিনেমা ও শো থেকে। তিনি বলেন, ছেলের জন্য আমি সব করতে পারি। ওকে তো মানুষ করতে হবে। স্বামীর অনিচ্ছায় আমি ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছি। ওর জন্য নিরাপদ জীবনের ব্যবস্থা আমাকেই করতে হবে। শাকিব মাসে-বছরে একদিন একটা গিফট দেয়, হঠাৎ একদিন দেখা করতে আসে আর সেগুলো দিয়ে সংবাদ প্রকাশ করায়। কিন্তু আমার দায়িত্ব প্রতিদিনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ