Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ শাবনূরের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আজ চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়ই স্থায়ীভাবে বসবাস করছেন। বছরে এক-দুই বছর দেশে আসেন। সম্প্রতি কয়েকামাস অস্ট্রেলিয়ায় কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন। জন্মদিন নিয়ে তার তেমন কোন পরিকল্পনা নেই। কারণ তার মা ছাড়া পরিবারের অন্যান্যরা দেশের বাইরে আছেন। তাই এবারের জন্মদিন নিয়ে তাঁর নিজের কোন আয়োজন নেই বলে জানিয়েছেন শাবনূর। তবে কাছের লোকজনের সাথে দিনটি পালন করবেন। এদিকে চলচ্চিত্রে শাবনূরের আপাতত ফেরা হচ্ছে না। কারণ হিসেবে শাবনূর বলেন, আমি শারীরিকভাবে ফিট নই। সিনেমায় আমি দর্শককে অভিনয় দিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছি। এমন শারীরিক অবস্থায় কোন সিনেমাতে অভিনয় করে আমার ভক্ত দর্শককে ঠকাতে চাইনা। যদি শারীরিকভাবে ফিট হতে পারি, তখন না হয় নতুন কোন সিনেমায় অভিনয় করা যাবে। আপাতত নয়।’ শাবনূর সর্বশেষ সিনেমা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনাধীন ‘এতো প্রেমে এতো মায়া’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। নির্মাতা জানান, শাবনূরের সাতদিন সিডিউল পেলেই সিনেমাটির কাজ শেষ হয়ে যাবে। শাবনূর বলেন, ‘সিনেমাটি যখন শুরু করি তখন পুরো সিডিউল দিয়েই কাজ শুরু করেছিলাম। কিন্তু সিডিউল অনুযায়ী পরবর্তীতে প্রযোজক অর্থ সংকটের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেনি। আবার প্রযোজক অর্থলগ্নি করার পর আবারো কাজ করি। সকল শিল্পী কলাকুশলী সিডিউল দিয়েই আবার কাজ করি। পরবর্তীতে এই সিনেমার প্রযোজক কয়েকবার বদল হয়, আমিও বেশ খানিকটা মোটা হয়ে যাই। যে কারণে আমি বলেছিলাম যে আমি নিজেকে শারীরিকভাবে ঠিক করে সিডিউল দিবো। উল্লেখ্য, প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশামের মাধ্যমে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে সালমান-শাবনূর জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শাবনূরের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ