Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বায়োপিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বলিউডের বায়োপিক নির্মাণের ঢেউ টালিউডেও এসে লেগেছে। সৃজিত মুখার্জি ভারতের স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন। অঞ্জন দত্ত বিনয়-বাদল-দীনেশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন আর অনিকেত চট্টোপাধ্যায় নির্মাণ করছেন পদ্ম শ্রী সুভাষিণী মিস্ত্রীকে নিয়ে কাজ করছেন। সর্বশেষ জানা গেছে বাংলা চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তী সৌমিত্র চ্যাটার্জিকে নিয়েও বায়োপিক নির্মাণ করা হবে। যতটুকু জানা গেছে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালকের দায়িত্ব নেবেন। সৌমিত্র স্বীকার করেছেন তার বায়োপিক নির্মাণের প্রাথমিক আলাপ হয়েছে। কে তার ভূমিকায় অভিনয় করবেন তা নিশ্চিত হয়নি, তবে পরমব্রত অভিনেতার তরুণ ভূমিকায় অভিনয় করবেন। আর সৌমিত্র নিজেও স্বভূমিকায় অভিনয় করবেন। অনেক গুজব হলেও ৮৩ বছর বয়সেও সৌমিত্র অভিনয় করা চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত প্রতিভাবান হলেও ২০ বছর বয়সে তিনি কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘নীলাচলে মহাপ্রভু’র কেন্দ্রীয় ভূমিকায় স্ক্রিন টেস্টে বাদ পড়েছিলেন ১৯৫৭তে; এই ভূমিকাটি পেয়েছিলেন অসীম কুমার। ‘অপু ট্রিলজি’র শেষ পর্ব ‘অপুর সংসার’ দিয়ে সত্যজিৎ রায়ের হাত ধরে তার অভিনয় অভিষেক হয় ১৯৫৯ সালে। সৌমিত্র’র বায়োপিক নিয়ে বাংলা চলচ্চিত্রের ভক্ত ও কুশলীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ