Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম ক্যারিকে নিয়ে নির্মিত হবে ‘এইস ভেঞ্চুরা থ্রি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শেষ পর্ব মুক্তি পাবার দুই দশকেরও বেশি সময় পর ‘এইস ভেঞ্চুরা :পেট ডিটেকটিভ’ সিরিজের তৃতীয় পর্ব নির্মাণের পরিকল্পনা চলছে। আর যাকে এই চরিত্রে মানাবে সেই জিম ক্যারিই কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। ১৯৯৪ সালের প্রথম পর্বটিতে ক্যারি এক পাগলাটে আর খেয়ালি হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত প্রাণীদের গোয়েন্দা এইস ভেঞ্চুরার ভূমিকায় অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন। প্রথম কিস্তির সাফল্যে নির্মিত দ্বিতীয় পর্ব ‘এইস ভেঞ্চুরা : হোয়েন নেচার কলস’ মুক্তি পায় ১৯৯৫ সালে। এর পর এইস ভেঞ্চুরা চরিত্রটি নিয়ে একটি এনিমেটেড সিরিজ এবং ২০০৯তে মুক্তি পায় স্বতন্ত্র ভিডিও ফিল্ম ‘এইস ভেঞ্চুরা :পেট ডিটেকটিভ’ আর সর্বশেষ স্টুডিওর কর্তারা নতুন একটি পর্ব নির্মাণের পরিকল্পনা করছে। সূত্র জানিয়েছে নতুন এই পর্বে ক্যারির ফেরার সম্ভাবনা প্রচুর। মূল চলচ্চিত্রের ব্যানার মরগ্যান ক্রিকের প্রতিনিধি ক্যারির বিষয়টি সরাসরি স্বীকার করেনি। তারা টুইটারে শুধু কয়েকটি চোখের ইমোজির সঙ্গে হ্যাশট্যাগ এইসভেঞ্চুরাথ্রি লিখে উদ্যোগের ঘোষণা দিয়েছে। এর আগে ‘এইস ভেঞ্চুরা : হোয়েন নেচার কলস’তে ক্যারির সহকর্মী টমি ডেভিডসন জানিয়েছিলেন জিম এই সিরিজে আর ফিরবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ