Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসের নাটক উপলব্ধি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক উপলব্ধি। নাটকটি নির্মাণ করেছেন নিয়াজ মাহবুব। রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সায়কা আহমেদ, মোহাম্মদ বারী, নিলয় আলমগীর, মিম মানতাসা ও আজম খান। গল্পে দেখা যায়, দেশের বীরাঙ্গনাদের নাম প্রকাশ করে তাদের ‘বীরাঙ্গনা’ খেতাব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কারণ, ’৭১-এ লাখ লাখ বীরাঙ্গনার আত্মত্যাগের জন্য দেশটা স্বাধীন হয়েছে। সেই তালিকায় মিতুর নানী রাবেয়া খাতুনের নামও আসে। এদিকে মিতুর নানী একসময় আর্মিদের কনসেন্ট্রশন ক্যাম্পে ছিলেন বলে শুভর সঙ্গে মিতুর বিয়ে ঠিক হলেও শুভর বাবা হায়দার সাহেব তা মেনে নেন না। তবে একসময় ভুল ভাঙ্গে হায়দার সাহেবের। বিয়ে হয়ে যায় মিতু আর শুভর। এত বড় মুক্তিযোদ্ধা পরিবারে মেয়ের বিয়ে হচ্ছে বলে তিনি গর্ববোধ করতে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ