Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১ ফ্রোজেন টু
২ নাইভস আউট
৩ ফোর্ড ভার্সেস ফেরারি
৪ ¯িøম অ্যান্ড কুইন
৫ টোয়েন্টিওয়ান ব্রিজেস

টোয়েন্টিওয়ান ব্রিজেস
ব্রায়ান কার্ক পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘টোয়েন্টিওয়ান ব্রিজেস’। এটি কার্ক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; এর আগে তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য আর টিভি চলচ্চিত্র এবং টিভি সিরিজের এপিসোড পরিচালনা করেছেন। আন্দ্রের (চ্যাডউইক বোসম্যান) একজন নিহত পুলিশ কর্মকর্তার সন্তান। অপরাধীদের হাতে বাবার মৃত্যুর পর সে পুলিশে যোগ দেয়। তার বিশেষত্ব হল পুলিশ সদস্যদের খুনিদের ঘায়েল করা। চুরি যাওয়া ৩০০ কিলো কোকেন উদ্ধার করতে গিয়ে তার ৮ সহকর্মী অপরাধীদের হাতে নিহত হয়। তাকে দায়িত্ব দেয়া হয় অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার। চারটি টানেল, তিনটি শাখা নদী এবং ২১টি সেতুসহ পুরো ম্যানহাটনকে পুলিশ অবরুদ্ধ করে ফেলে। অন্যদিকে ডাকাতরা ( টেইলর কিট্শ, স্টিফেন জেমস) ৩০ কিলো কোকেন ডাকাতি করতে গিয়ে ৩০০ কিলো হাতে পেয়ে যায়। তারা একসময় বুঝতে শুরু করে তারা আসলে ফাঁদে পড়ে গেছে। এই ডাকাতির পেছনে আরও বড় উদ্দেশ্য ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ