রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুর জেলার কালিগঞ্জ থানার উলুখোলা বাজারে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনায় ফাড়ির ইনচার্জ রুপম চন্দ্র সরকারসহ ১৪ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ ফাড়ির ২শ’ গজের ব্যবধানে ৫টি জুয়েলাড়ি দোকানে এ দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই রূপন চন্দ্র সরকার নিজেই। তিনি জানান, তাদের প্রত্যাহার করে এ ফাঁড়িতে নতুন টিম দেয়া হচ্ছে। তবে কে হচ্ছেন ফাঁড়ির নতুন ইনচার্জ সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
তিনি আরও জানান, প্রত্যাহার পুলিশের মধ্যে একজন এসআই, দুইজন এএসআই, একজন হাবিলদার ও ১০জন কনস্টেবল। কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, পুলিশ প্রত্যাহারের ব্যাপারে অফিসিয়ালভাবে এখনও কিছু জানি না।
অনেকের মুখে মুখে শুনছি। আর ডাকাতির ঘটনার রূপশ্রী জুয়েলার্সের সত্ত¡াধিকারী দীপঙ্কর চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত করছেন ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা।
জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১২ থেকে ৩টার মধ্যে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২শ’ গজ দ‚রত্বে বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় পুলিশ পরিচয়ে ৫টি স্বর্ণের দোকানসহ ৭ দোকানে ডাকাতি করে আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা ও নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা ও ইন্সপেক্টর (অপারেশন) মুজাহিদুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।