Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে গ্যং লিডার ও ডাকাত সর্দার গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং লিডার ও এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ‘জঙ্গী সোহান’ ও ডাকাত সর্দার সানোয়ারকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় গ্যাং লিডার সোহান ওরফে জঙ্গী সোহান (২২) ও ডাকাত সর্দার সানোয়ারকে (২৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহান ওরফে জঙ্গি সোহান মোগড়াপাড়া এলাকার কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ৬টি ডাকাতি মামলাসহ ৮টি মামলা রয়েছে এবং ডাকাত সর্দার সানোয়ারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সোহান মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর মাঝিপাড়া এলাকার দুলালের ছেলে ও সানোয়ার হাবিবপুর এলাকার মৃত রহম আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ