Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৭তম বিসিএস প্রিলির প্রস্তুতি

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলাদেশ বিষয়াবলী
শামসুল আলম
চেয়ারম্যান
এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন (ইআরএফ)

 

নবম-দশম শ্রেণীর পড়াশোনা
বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল

১. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?
(ক) সংখ্যা (খ) পদাশ্রিত নির্দেশক (গ) লিঙ্গ (ঘ) উপসর্গ
২. ‘এক যে ছিল রাজা।’ এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা (খ) নির্দিষ্টতা
(গ) নিরর্থকভাবে (ঘ) বাহুল্য অর্থে
৩. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোনটিতে?
(ক) তিনটি টাকা দাও (খ) এটা নয় ওটা আনো
(গ) এটাই ছিল প্রিয় বই (ঘ) সারাটা বিকেল বসে আছি
৪. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়নজলে ব্যর্থ সাধনখানি।’ এই বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নির্দিষ্ট অর্থে (খ) অনির্দিষ্ট অর্থে
(গ) নিরর্থক অর্থে (ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থ
৫. ‘ন্যাকামিটা এখন রাখো।’ এ বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
(ক) নিরর্থকতা (খ) সার্থকতা (গ) দ্ব্যর্থকতা (ঘ) ভিন্নার্থকতা
৬. কোনটি একবচনের পদাশ্রিত নির্দেশক?
(ক) মানুষগুলি (খ) লাঠিগাছা
(গ) চারটে ভাত (ঘ) আমগুলি
৭. সারাটি সকাল তোমার আশায় বসে আছি।’ এ বাক্যে ‘সারাটি’ শব্দে ‘টি’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
(ক) অনির্দিষ্টতা (খ) নির্দিষ্টতা
(গ) নিরর্থকভাবে (ঘ) বাহুল্য অর্থে
৮. পদাশ্রিত নির্দেশক সাধারণত শব্দের কোথায় বসে?
(ক) প্রথমে (খ) মাঝে (গ) শেষে (ঘ) কোথাও না
৯. টি, টা, খানা নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
(ক) বহুবচনে (খ) একবচনে
(গ) উভয় বচনে (ঘ) স্বল্পতা বোঝাতে
১০. নির্দশক সর্বনামের সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
(ক) উৎকৃষ্ট (খ) সুনির্দিষ্ট (গ) নিকৃষ্ট (ঘ) অস্পষ্ট
১১. ‘দশ তা কাগজ দাও।’ এ বাক্যে ‘তা’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে।
(ক) নির্দিষ্টতা অর্থে (খ) অনির্দিষ্টতা অর্থে
(গ) নিরর্থক অর্থে (ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন
১২. ‘নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়।’ এর উদাহরণ কোনটি?
(ক) দশটি বছর (খ) ন্যাকামিটা এখন রাখো
(গ) তিনটি টাকা (ঘ) ওটি আমার কলম
১৩. কোন গুচ্ছের নির্দেশকগুলো নির্দিষ্ট ও অনির্দিষ্ট উভয় অর্থেই ব্যবহৃত হয়?
(ক) গাছা, গাছি, গুলো (খ) গোটা, গুলা, খানি
(গ) গোটা, খানি, খানা (ঘ) গুলি, টুকু, খানি
১৪. করিমট খুব দুষ্টÑএখানে ব্যক্তিবাচক শব্দের সাথে ‘টা’ যোগে কী অর্থ প্রকাশ করছে?
(ক) অতিঘনিষ্ঠতা (খ) অনাদর
(গ) অনির্দিষ্টতা (ঘ) নির্দিষ্টতা
১৫. নিচের কোনটি স্বল্পার্থে বসে?
(ক) খান (খ) টা (গ) খানা (ঘ) টুক
১৬. কোনটি তুচ্ছার্থে ব্যবহৃত হয়?
(ক) খানি (খ) খানা (গ) গুলো (ঘ) খান
১৭. ‘ভাবখানা’ তার ভালো নয়Ñভাবখানা দ্বারা কী বোঝায়?
(ক) আদর (খ) অনাদর
(গ) হ্রস্বার্থে (ঘ) কোনোটাই নয়
১৮. গোটা বচনবাচক শব্দটি কোথায় বসে?
(ক) আগে (খ) মধ্যে (গ) পরে (ঘ) শেষে
১৯. খানা, খানি শব্দের কোথায় বসে?
(ক) আগে (খ) পরে (গ) মধ্যে (ঘ) অন্তে
২০. গোটা, খানা ও খানি শব্দগুলো কোন অর্থে প্রযোজ্য?
(ক) নির্দেশক (খ) অনির্দেশক
(গ) সুনির্দেশক (ঘ) নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই
২১. কোন বাক্যটিতে শব্দ নির্দিষ্টতাবাচক প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
(ক) গোটা দশেক কাঁঠাল কিনব (খ) আর একখানা লুচি দেব
(গ) তোমার রঙিন আঁচলখানি বিছাও শারদ প্রাতে
(ঘ) একখানা ছোট ক্ষেত আমি একেলা
২২. ছুঁইও না ছুঁইও না ওটি লজ্জাবতী লতাÑএই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
(ক) ছুঁয়ো না (খ) ওটি (গ) লজ্জাবতী (ঘ) লতা
২৩. ‘ছেলেটা কোথায়?’ এখানে ছেলের সাথে টা যুক্ত হয়ে কী অর্থ প্রকাশ করছে?
(ক) নিরর্থক ভাব (খ) অনির্দিষ্টতা (গ) নির্দিষ্টতা (ঘ) পরিমাণ
২৪. ‘এক’-এর সাথে টি/টা থাকলে কী বোঝায়?
(ক) অনির্দিষ্টতা (খ) নির্দিষ্টতা (গ) সংখ্যা (ঘ) পরিমাণ
২৫. ‘ওটি যেন কার তৈরি?’ এখানে নির্দেশক সর্বনামের পরে ‘টি’ যুক্ত হয়ে কী বোঝাচ্ছে?
(ক) নির্দিষ্টতা (খ) অনির্দিষ্টতা (গ) স্বল্পতা (ঘ) সুনির্দিষ্টতা
২৬. কেতা, তা, পাটি এগুলো কী অর্থে ব্যবহৃত হয়?
(ক) একবচনে নির্দিষ্টতা বোঝাতে
(খ) বহুবচনে নির্দিষ্টতা বোঝাতে
(গ) বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝাতে (ঘ) স্বল্পতা বোঝাতে
২৭. কোন গুচ্ছের শব্দগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা অর্থেই ব্যবহৃত হয়?
(ক) টা, টি, গাছা, গাছি (খ) গুলা, খানি, গুলির, টা
(গ) টাক, টুক, টুকু, টো (ঘ) টাক, টুক, টা, গাছি
২৮. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি কোন অর্থ প্রকাশ করে?
(ক) সঙ্কীর্ণতা (খ) সীমাবদ্ধতা (গ) অনির্দিষ্টতা (ঘ) অবরুদ্ধতা
২৯. ‘নির্দিষ্টতা’ বোঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
(ক) এক (খ) গোটা (গ) টাক (ঘ) টি
৩০. বচনবাচক শব্দের আগে কোনটি বসে?
(ক) টাকা (খ) টুকু (গ) গোটা (ঘ) খানি
৩১. ‘একখানা বই কিনে দিও।’ এখানে ‘খানা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা অর্থে (খ) নির্দিষ্টতা অর্থে
(খ) নিরর্থকভাবে (ঘ) সার্থক অর্থে
৩২. কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে ‘খানি’ ব্যবহৃত হয়?
(ক) গদ্য রচনায় (খ) কবিতায়
(গ) ছন্দোবদ্ধ পদে (ঘ) সমাসবদ্ধ পদে
৩৩. ‘এ তিন কেতা’ জমির দাম দশ হাজার টাকা মাত্র। এখানে ‘কেতা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নির্দিষ্টতা অর্থে (খ) সার্থক অর্থে
(গ) অনির্দিষ্টতা অর্থে (ঘ) নিরর্থকভাবে
৩৪. ‘আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।’ এখানে ‘পাটি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা অর্থে (খ) নিরর্থকভাবে
(গ) সার্থকভাবে (ঘ) নির্দিষ্টতা অর্থে
৩৫. টি, টা, খানা, খানিÑএগুলো ব্যাকরণের কোন অংশে
(ক) উপসর্গ অংশে (খ) সমাস অংশে
(গ) কারক ও বিভক্তিতে (ঘ) পদাশ্রিত নির্দেশে
৩৬. ‘পোয়াটাক দুধ দাও।’ এখানে ‘টাক’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা অর্থে (খ) নিরর্থকভাবে
(গ) সার্থক অর্থে (ঘ) নির্দিষ্টতা
৩৭. ‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
(ক) আগে (খ) মাঝে (গ) পরে (ঘ) আগে এবং মাঝে
৩৮. বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায় কোনটি?
(ক) টি (খ) টুকু (গ) খানা (ঘ) পাটি
৩৯. টা, টি, খানা, গাছা ইত্যাদি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
(ক) একবচনে (খ) বহুবচনে
(গ) স্বল্পতা বোঝাতে (ঘ) কোনোটিই না
৪০. পদাশ্রিত নির্দেশক কয় ধরনের?
(ক) ৩ ধরনের (খ) ৫ ধরনের
(গ) ৭ ধরনের (ঘ) ৯ ধরনের
৪১. ‘মুখ’ এখানে শূন্যস্থানে কোনটি যুক্ত হবে?
(ক) গাছা (খ) গাছি (গ) খানা (ঘ) গোটা
৪২. ‘দুখানা কম্বল চেয়েছিলাম।’ এখানে ‘খানা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সার্থক অর্থে (খ) নির্দিষ্টতা অর্থে
(গ) অনির্দিষ্টতা অর্থে (ঘ) নিরর্থকভাবে
৪৩. ‘গোটা’ দুই কমলা লেবু আছেÑএখানে গোটা কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা অর্থে (খ) নিরর্থকভাবে
(গ) সার্থকভাবে (ঘ) নির্দিষ্টতা অর্থে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৭তম বিসিএস প্রিলির প্রস্তুতি
আরও পড়ুন