এফ আর টাওয়ারের ঘটনা : জামিন পেলেন বিএনপি নেতা তাসভীর
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভীরউল ইসলাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন জামিনের আদেশ
বিষয় : বাংলা
শামসুল আলম
চেয়ারম্যান
এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন (ইআরএফ)
বাংলা ভাষা ও সাহিত্য
বাঙলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন-
ক) ড.সুনীতিকুমার চট্টোপধ্যায় খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ গ) ড. এনামুল হক ঘ) কায়কোবাদ
চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যেও দ্বিতীয় স্থানের অধিকারী কে?
ক) হরপ্রসাদ শাস্ত্রী খ) ভুসুক পা
গ) জয়দেব ঘ) কাহ্নপা
পল্লিসাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে প-িত সমাজ মনে করেন?
ক) রূপকথা খ) উপকথা
গ) প্রবাদ ঘ) লোক সঙ্গীত
‘শূন্য পূরাণ’ কাব্য রচনা করেন?
ক) লুই পা খ) কাহ্নপা গ) দৌলত উজীর বাহরাম খান ঘ) রামাই প-িত
“দশচক্রে ভগবান ভুত” প্রবাদে ভগবান কে?
ক) ঈশ্বর খ) কৃষ্ণ গ) ভগবানের প্রেত ঘ) ভগবান নামের এক ভৃত্য
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক) কবিতা খ) পত্রিকা গ) উপন্যাস ঘ) ছোটগল্প
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) কবর খ) চিঠি
গ) রক্তাক্ত প্রান্তর ঘ) মুখরা রমনী বশীকরণ
‘কাকন মনি’ নাটকটি কে লিখেছেন?
ক) সিকান্দার আবু জাফর খ) ড. নীলিমা ইব্রাহীম গ) আনিস চৌধুরী ঘ) শওকত ওসমান
কোনটি নজরুলের রচনা নয়?
ক) দোলান চাঁপা খ) শেষ প্রশ্ন
গ) কুহেলিকা ঘ) অগ্নিবীণা
‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক) হুমায়ূন আহমেদ খ) সমরেশ মজুমদার
গ) হুমায়ুন আজাদ ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক) কাব্য খ) নাটক গ) উপন্যাস ঘ) প্রবন্ধ
‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) বিহারীলাল মজুমদার ঘ) সুকুমার রায়
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক) বিরহ বিলাপ খ) একাত্তরের দিনগুলো
গ) আমি বিরঙ্গনা বলছি ঘ) বকুল পুরের স্বাধীনতা
‘কর্ণফুলী’ উপন্যাসের লেখক কে?
ক) নবীন চন্দ্র খ) বিপ্রদাস বড়–য়া
গ) আলাউদ্দিন আল আজাদ ঘ) সেলিনা হোসেন
‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) জহির রায়হান খ) শওকত ওসমান
গ) মুনীর চৌধুরী ঘ) রশীদ করিম
‘রাজবন্দীর জবান বন্দী’-
ক) উপন্যাস খ) বক্তৃতা সংকলন
গ) নাটক ঘ) প্রবন্ধ
‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত?
ক) ক্ষনিকা খ) বলাকা গ) কনিকা ঘ) বীথিকা
‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস-এর একটি-
ক) কাব্য খ) উপন্যাস গ) গল্পগ্রন্থ ঘ) নাটক
‘ভাষা আন্দোলন’ সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
ক) বশীর আল হেলাল খ) ড. রফিকুল ইসলাম
গ) বদরুদ্দীন উমর ঘ) ড. আহমদ শরীফ
“মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।”-এই পঙক্তিটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম
গ) শেখ ফজলল করিম ঘ) শামসুর রাহমান
‘হত’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) মৃত খ) আহত গ) জীবিত ঘ) হরণ
‘না’ কোন জাতীয় শব্দ-
ক) অব্যয় খ) সর্বনাম গ) ক্রিয়া ঘ) বিশেষণ
গণ সাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
ক) সাধারণ মানুষ অর্থে
খ) জনগণের রচিত সাহিত্য অর্থে
গ) বিশেষ মানুষ অর্থে
ঘ) বিশেষ মানুষ দ্বারা রচিত সাহিত্য অর্থে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।