প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি বর্তমান চলচ্চিত্র নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করলেন। পপি বলেন, এখন সিনেমা বানাতে শিল্পীর দরকার হয় না। শিল্পীর খুব অভাব। এখন এমন একটা অবস্থা হয়েছে যে, যৌনকর্মী হলেই সিনেমা বানানো সম্ভব। খুবই দুঃখজনক, ইন্ডাস্ট্রির এখন বাজে অবস্থা। এখানে শিল্পীর কদর নাই। তিনি বলেন, আমরা যারা শিল্পী তারা নিজের কাজের প্রয়োজনে দৌড়াই। কিন্তু শুনি, শিল্পীরা শপিং করতে প্রডিউসারদের সঙ্গে বিদেশ যায়। আমরা তো আর ওই ধরনের শিল্পী না। যাদের ব্যক্তিগত ইমেজ খারাপ, তারা শিল্পী হয় কী করে? যারা ঘরে জামাই রেখে অন্যদের সঙ্গে ঘুরে বেড়ায়, তারা শিল্পী হয় কীভাবে? চারটা-পাঁচটা বিয়ে করে, অসামাজিক কার্যকলাপ আর টাকার পেছনে ছুটে বেড়ায় এরা কোনোভাবেই শিল্পীর কাতারে পড়ে না। নতুন নির্মাতাদের উদ্দেশে পপি বলেন, যারা সিনেমা বানাতে এসেছেন, তারা সিনেমা বানান। আর যারা বদমায়েশির জন্য এসেছেন তাদের জন্য ওটাই পারফেক্ট। তবে ইন্ডাস্ট্রি বদমায়েশির জায়গা না। এটা শিল্প এবং শিল্পীর জায়গা। এখানে শ্রদ্ধাবোধ থাকতে হয়। এদিকে, স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বেশ চটেছেন পপি। তিনি বলেন, আজকের এই পপি হতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি চাইলে, প্রতি মাসে একটি করে সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারি। সে কাজটি আমি করছি না। ভালো-মন্দ বুঝে অভিনয় করতে চাই। প্রয়োজনে বছরে একটি সিনেমা কাজ করবো তবুর মানের সঙ্গে আপস করব না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।