প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স¤প্রতি সাইফুল ইসলাম মান্নু পরিচালিত চলচ্চিত্র ‘পুত্র’ ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি মোট ১১ টি শাখায় জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কৃত হয়েছেন নিজেও। শুধু তিনি নন, তার সহধমির্নী সাদিয়া শবনম শান্তু শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে এ সিনেমার জন্য জিতেছেন পুরস্কার। মাননু বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরো বেশি দায়ীত্বশীল করে তোলে। শুধুমাত্র নিজের জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগের জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমার স্ত্রী সাদিয়া শবনম শান্তুর অ্যাওয়ার্ড প্রাপ্তি, সব মিলিয়ে খুব খুশি আমি। বদলে যেতে নয়, বদলে দিতেই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন মাননু। তার নির্মাণে দর্শকরা প্রতিনিয়ত খুঁজে পেয়েছে নতুনত্বের স্বাদ। সময়ের সাথে সাথে গল্পের ধরণ আর নির্মাণ কৌশল বদলে তিনি নিজের স্বতন্ত্র ধরে রেখেছেন। মাননুর সহধর্মিনী শান্তু বলেন, সত্যিই এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। আমার কাজের স্বীকৃতি হিসেবে এতদিন দর্শকের প্রশংসা পেলেও এবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে আরো বেশি ভালো লাগছে। সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় অসংখ্য নাটকে সেট, আর্ট ও পোশক পরিকল্পনা বিভাগে কাজ করেছেন শান্তু। ‘পুত্র’ নির্মাণের পরপরই তারা চলে যান আমেরিকা। মাননু বলেন, শিল্পাঙ্গন ছেড়ে যাইনি বরং শিল্পের বিশ্ব বাজারে হাঁটার চেষ্টা করছি। নতুন কিছু শেখার ও জানার চেষ্টা করছি। ওখানের একটি ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশুনা করছি। নতুন কাজের পরিকল্পনা নিয়ে মান্নু বলেন, তিন বন্ধু মিলে কিছু গল্প রেডি করছি। এর নাম ‘বাসর রাত’। আসছে ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে বাংলাদেশে এসে শুটিং করার ইচ্ছে রয়েছে। শান্তু আমার এ কাজের সেট ও পোশাক পরিকল্পনায় কাজ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।