প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করণ জোহরের ধর্মাটিকের সঙ্গে নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে একটি ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিতকে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে। সিরিজের ক্রিয়েটিভ প্রযোজক করণ এবং পরিচালনা করবেন শ্রী রাও। মাধুরী এর আগে নেটফ্লিক্সের মারাঠি ড্রামা সিরিজ ‘ফিফটিন্থ অগাস্ট’ প্রযোজনা করেছিলেন। মাধুরী বলেন : “আমি সবসময় নেটফ্লিক্সের ভক্ত, তাই এর জন্য ‘ফিফটিন্থ অগাস্ট’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। এর বিশ্বের বিশাল পরিসরে। আর অবশ্যই করণ আর তার টিম আমার জন্য পরিবারের মত- তাই নেটফ্লিক্স আর ধর্মাটিক যৌথ প্রয়াসে কাজ করান সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আশা করি সিরিজটি সবার ভাল লাগবে।” এই বছরের শুরুতে করণের ধর্মাটিকের সঙ্গে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের একাধিক প্রজেক্টে কাজ করার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে। “মাধুরী আমার সর্বকালীন প্রিয় অভিনেত্রী, পরিচয়ের পর তাকে আমার আরও বেশি ভাল লাগে। ধর্মাটিকের সঙ্গে নেটফ্লিক্সের এই উদ্যোগ বিশেষত্বের দাবি রাখে কারণ আমরা না বলা কিছু গল্প তুলে ধরব আমরা যেভাবে উপস্থাপন করতে চাই সেভাবে। এটি এমনও এক গল্প আর ধর্মাটিক, মাধুরী দীক্ষিত নেনে আর নেটফ্লিক্সের একসঙ্গে কাজ করাটাও উল্লেখযোগ্য, করণ জোহর বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।