রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুরে সরকারি অনুমোদন ব্যতীত ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর দায়ে জেলার ডামুড্যা ও গোসাইরহাটের ২টি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদফতর।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে শরীয়তপুর জেলার ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় অনুমোদনহীন ও লাইসেন্সহীন ইট পোড়ানো ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় দুটি ইটভাটাকে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে। ফরিদপুর জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ ও জরিমানা করা ইটভাটাগুলো হলো গোসইরহাট উপজেলার বিসমিল্লাহ ব্রিকস ও ডামুড্যা উপজেলার হাওলাদার ব্রিকস।
এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন ও ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বিসমিল্লাহ ব্রিকস ৫০ হাজার ও হাওলাদার ব্রিকসকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুইটি ইটভাটার তৈরিকৃত সকল ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সেচ দিয়ে নষ্ট করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।