Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে ইটভাটা উচ্ছেদ ও জরিমানা

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শরীয়তপুরে সরকারি অনুমোদন ব্যতীত ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর দায়ে জেলার ডামুড্যা ও গোসাইরহাটের ২টি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদফতর।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে শরীয়তপুর জেলার ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় অনুমোদনহীন ও লাইসেন্সহীন ইট পোড়ানো ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় দুটি ইটভাটাকে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে। ফরিদপুর জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ ও জরিমানা করা ইটভাটাগুলো হলো গোসইরহাট উপজেলার বিসমিল্লাহ ব্রিকস ও ডামুড্যা উপজেলার হাওলাদার ব্রিকস।
এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন ও ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বিসমিল্লাহ ব্রিকস ৫০ হাজার ও হাওলাদার ব্রিকসকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুইটি ইটভাটার তৈরিকৃত সকল ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সেচ দিয়ে নষ্ট করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ